রাজশাহীতে এক দুর্ধর্ষ ছাত্রলীগ ক্যাডার ইয়াসির আরাফাত আপনের পিস্তল হাতে একটি ছবি ভাইরাল হওয়ায় এলাকাবাসীর মধ্যে তোলপাড় শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে তাকে কালো পাঞ্জাবি পরে এবং মুখ মাস্ক দিয়ে ঢেকে পিস্তল হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ছবিটি গত বছরের জুলাই মাসে ঘটে যাওয়া অভ্যুত্থান সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে।
ইয়াসির আরাফাত আপন ২০২২ সালের ১১ মার্চ রাজশাহী মহানগর ছাত্রলীগ কমিটির মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সাবেক উপসম্পাদক ছিলেন। তিনি মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষের অত্যন্ত আস্থাভাজন অস্ত্রধারী ক্যাডার হিসেবে পরিচিত। আপন রাজশাহী শহরে ইয়াবা ব্যবসায়ও জড়িত বলে জানায় স্থানীয়রা। তিনি প্রাইভেট কার ও দামি মোটরসাইকেল ব্যবহার করেন এবং নিজের ক্যাডার বাহিনীও গঠন করেছেন।
ভাইরাল হওয়া ছবিটি, বিশেষভাবে, একে জুলাই আন্দোলনের বিজয়ের মুহূর্তের সঙ্গে সম্পর্কিত বলে অনেকেই দাবি করছেন। ওই সময় আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠনের অস্ত্রধারী ক্যাডাররা ছাত্র-জনতার ওপর হামলা চালায়, যাতে দুইজন নিহত এবং শতাধিক আহত হয়।
এদিকে, এলাকাবাসী জানিয়েছে, ইয়াসির আরাফাত আপনের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনও মামলা হয়নি এবং তিনি প্রকাশ্যে থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এই পরিস্থিতিতে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছে এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের পাশাপাশি তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার গাজিউর রহমান জানিয়েছেন, তারা বিষয়টি জানেন না, তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।