রাজধানীর বনানী এলাকার ‘৩৬০ ডিগ্রি’ সিসা বারে রাহাত হোসেন রাব্বি (৩১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় কুমিল্লা থেকে দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা ঢাকায় আনা হয়েছে।
র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা কোম্পানির অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম শুক্রবার রাতে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কুমিল্লার বরুড়া উপজেলার গামরুয়া এলাকা থেকে অভিযানে আটক করা হয় দুজনকে। তাদের নাম মুন্না (২৭) এবং মাকসুদুর রহমান (২৬), যারা যথাক্রমে মোহাম্মদপুরের আবদুল ওহিদের ছেলে এবং দেবীদ্বারের আবদুল্লাহ আল মামুনের ছেলে।
মেজর সাদমান আরও বলেন, র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা এবং র্যাব-১ এর যৌথ অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই দুই যুবককে আটক করা হয়। তাদের ঢাকায় নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়া চলছে। শনিবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
গত বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে বনানীর ‘৩৬০ ডিগ্রি’ সিসা বারের দ্বিতীয় তলায় কথাকাটাকাটির এক পর্যায়ে রাহাত হোসেন রাব্বিকে তার পূর্ব পরিচিত কয়েকজন যুবক পায়ে ও পেটে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত রাব্বিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।