বিএনপি সবসময় জনগণের পাশে থাকে: সুলতান সালাহউদ্দিন টুকু

দেশ গঠনে বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে এবং জনগণের সমস্যার সমাধান করতে দলটি সঙ্গী হিসেবে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। মঙ্গলবার টাঙ্গাইল শহরের আকুর টাকুরপাড়া স্টেডিয়ামের ব্রিজ সংলগ্ন এলাকায় দুই শিশুর পানিতে ডুবে যাওয়ার ঘটনায় অভিভাবকদের সান্ত্বনা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মর্মান্তিক এই দুর্ঘটনায় মেহেদী হাসান (৮) ও আদিব (৯) নামের দুই শিশু নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে ডুবুরিরা কাজ করে যাচ্ছেন। এই প্রসঙ্গে টুকু বলেন, “দেশে নদী-নালা ও খাল-বিল থাকার কারণে শিশুদের ছোটবেলা থেকেই সাঁতার শেখানো প্রয়োজন। এতে এই ধরনের দুর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব। তবে নগরায়ণের ফলে শহরে পুকুর ও খাল না থাকায় শিশুরা সাঁতার শেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।”

এদিকে, তিনি আরও জানান, আধুনিক নগরায়নের পরিকল্পনা গ্রহণের মাধ্যমে এই সমস্যা সমাধান করতে হবে। তিনি বলেন, “একাই দেশ পরিবর্তন সম্ভব নয়। তবে সদইচ্ছা থাকলে জনগণকে সঙ্গে নিয়ে সবাই মিলে প্রকৃত পরিবর্তন সম্ভব।” টুকু আশা প্রকাশ করেন যে, বিএনপি ভবিষ্যতে শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ও মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি শিশুকাল থেকে যোগ্য নাগরিক তৈরি করতে উদ্যোগ নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *