বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে ‘বিউটি উইথ ব্রেইন’ আখ্যা দিয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। ইউটিউব চ্যানেলে এক আলোচনায় এ মন্তব্য করেন রনি।
রনি বলেন, “নারী যখন বুদ্ধিমত্তার সঙ্গে সুন্দরী হন, তখন সেটি পুরুষের জন্য বড় এক অস্বস্তির বিষয় হয়ে দাঁড়ায়, বিশেষ করে আমাদের পুরুষতান্ত্রিক সমাজে। আমাদের দেশে সাধারণত তুলতুলে, পুতুপুতু মেয়েরা বেশি জনপ্রিয়।”
তিনি আরও বলেন, রুমিন ফারহানা বিএনপির কঠিন সময়ে একাই দলকে লড়াই চালিয়ে নিয়ে গেছেন। সংসদে যখন তিনি মাইক ধরতেন, তখন তার বক্তব্যের কারণে সবাই হতবাক হয়ে যেত এবং পুরো সংসদকে প্রাণবন্ত করে তুলতেন। তার বক্তব্যের মাধ্যমে বিএনপিকে একাই উজ্জীবিত করে রেখেছিলেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
রনি দাবি করেন, বিএনপির অনেক নেতা যখন কিছু করতে পারছিলেন না, তখন রুমিন ফারহানার এক বক্তব্য দলের অবস্থান পালটে দিয়েছিল। বর্তমানে বিএনপির টেলিভিশন টকশো তারকাদের মধ্যে রুমিন ফারহানাই সবার শীর্ষে রয়েছেন। তবে রনি তার মন্তব্যে যোগ করেন যে, বিএনপিতে রুমিনের অবস্থান এখনও শক্ত নয়। বরং বিভিন্ন জেলা ও অঞ্চলে বিএনপি তাদের পুরনো নেতাকর্মীদের ত্যাগ করে নতুন পদক্ষেপ নিচ্ছে, যা দলের জন্য ক্ষতিকর হতে পারে।
রনি বলেন, “রুমিন ফারহানাকে নিয়ে যেসব বিতর্ক সৃষ্টি হয়েছে, তার মূল ক্ষতি বিএনপিরই হবে, কারণ দলের মধ্যে যারা আগের দিনগুলোর বিশ্বস্ত বন্ধু ছিলেন, তাদের কুরবানি দেওয়ার যে নীরবতা চলছে, তা দলের শেষ হয়ে যাওয়ার পথপ্রসস্ত করবে।”
এছাড়া, এনসিপির সঙ্গে রুমিন ফারহানার বিবাদও শিরোনামে এসেছে। গত সোমবার, নির্বাচন কমিশনে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত শুনানিতে রুমিনের সমর্থকরা এনসিপি নেতাদের সঙ্গে সংঘর্ষে জড়ান। এনসিপির নেতা হাসনাত রুমিনের সমালোচনা করেন, এবং রুমিনও তার বিরুদ্ধে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান।