ফেব্রুয়ারিতেই নির্বাচন আদায় করে নেওয়া হবে: ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হলে জনগণকে সঙ্গে নিয়ে ফেব্রুয়ারিতেই তা আদায় করে নেওয়া হবে। তিনি মনে করেন, নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হলে আগে গণভোট আয়োজন করা প্রয়োজন। বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই। তাঁর দাবি, আওয়ামী লীগ নিজেরাও নির্বাচন চায় না, তাই তাদের নির্বাচনে যুক্ত করার প্রশ্নই ওঠে না। তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচনকে বৈধতা দিতে এবং জুলাই সনদের আইনি ভিত্তি স্থাপন করতে হলে আগে গণভোট দিতে হবে।”

জামায়াতের আমীর এসময় আরও উল্লেখ করেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণই বর্তমান রাজনৈতিক সংকট নিরসনের একমাত্র পথ। তিনি বলেন, “পিআর পদ্ধতিই সর্বোত্তম, এবং আমি আশা করি জনগণ এ ব্যবস্থাকেই সমর্থন করবে।” তাঁর মতে, জনগণের অংশগ্রহণ ও সম্মতির মাধ্যমেই জাতীয় নির্বাচনকে বৈধতা ও গ্রহণযোগ্যতা দেওয়া সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *