ফখরুল: ‘বিএনপি কখনো পিআর এর পক্ষে নয়, আলোচনার মাধ্যমে সমাধানই আমাদের লক্ষ্য’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কখনোই পিআর-এর পক্ষে নয় এবং বাংলাদেশে পিআর-এর প্রয়োজনীয়তা নেই। তিনি আরও জানান, জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে এবং এতে অনেক বিষয়ে বিএনপি একমত হয়েছে। তবে সেগুলো এখনই প্রকাশ করার প্রয়োজন নেই।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফখরুল বলেন, “যেকোনো সিদ্ধান্ত জনগণের সমর্থনের মাধ্যমে নেওয়া উচিত। নির্বাচনে জনগণের সমর্থন পাওয়ার পর পার্লামেন্ট সংবিধান সংশোধন করতে পারে।”

তিনি বলেন, “রাজপথে কর্মসূচি দেওয়ার মাধ্যমে সমস্যার সমাধান হবে না, বরং আলোচনা করার মাধ্যমে সব কিছু সমাধান সম্ভব।” ৫ আগস্ট থেকে বিএনপি কোনো ইস্যুতে রাজপথে নামেনি বলে উল্লেখ করে ফখরুল বলেন, “বিএনপি সব সময় বিশ্বাস করে আলোচনা দিয়েই সমস্যার সমাধান হবে।”

ফখরুল আরও বলেন, “কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে বিএনপি নয়।”

এছাড়া, জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে ফখরুল বলেন, “আমি নিজেও জানি না আমাদের ভূমিকা কী হবে, তবে দেশের গণতন্ত্র এবং উন্নয়নই প্রধান আলোচনার বিষয় হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *