পুতিন আবারও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে মস্কোয় বৈঠকের প্রস্তাব দিলেন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও জানিয়েছেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে মস্কোয় বৈঠকের জন্য স্বাগত জানাতে প্রস্তুত, তবে তিনি স্পষ্ট করেছেন যে কেবল বৈঠকের জন্য বৈঠক বসা কোনো সমাধান সৃষ্টি করবে না। এমন আলোচনাগুলি অবশ্যই তাৎপর্যপূর্ণ হতে হবে।

বুধবার, চীনের বেইজিংয়ে দাওইউটাই রেসিডেন্সে এক সংবাদ সম্মেলনে পুতিন এই মন্তব্য করেন। তিনি বলেন, “কেবল বৈঠকের জন্য বৈঠক করলে কোনো সমাধান আসে না। যদি বৈঠক যথাযথভাবে প্রস্তুত হয় এবং ইতিবাচক ফলাফল বয়ে আনতে পারে, তবে আমি কখনোই তা প্রত্যাখ্যান করিনি।” পুতিন আরও বলেন, “যদি জেলেনস্কি প্রস্তুত থাকেন, তিনি মস্কোয় আসতে পারেন এবং বৈঠক হবে।”

পুতিন জানান, গত মাসে আলাস্কায় অনুষ্ঠিত রুশ-মার্কিন শীর্ষ বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো এমন বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন। তবে তিনি ইউক্রেনীয় প্রেসিডেন্টের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন, বলেন যে, “জেলেনস্কির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে, এবং তার মেয়াদ বাড়ানোর কোনো সাংবিধানিক প্রক্রিয়া ইউক্রেনে নেই।”

অন্যদিকে, বুধবার ইন্দোনেশিয়ার পত্রিকা কমপাস-কে দেওয়া এক সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, রাশিয়ার প্রধান অগ্রাধিকার হচ্ছে শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে সংকট নিরসন। তিনি আরও জানান, রাশিয়া নির্দিষ্ট পদক্ষেপ নিচ্ছে এই লক্ষ্য অর্জনের জন্য।

ল্যাভরভ উল্লেখ করেন, চলতি বছরের বসন্তে রাশিয়ার উদ্যোগে মস্কো ও কিয়েভের মধ্যে সরাসরি আলোচনার পুনরারম্ভ হয়। এর ফলে তুরস্কের ইস্তান্বুলে তিন দফা সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়, যা কিছু অগ্রগতি অর্জন করেছে। এর মধ্যে বন্দি বিনিময় এবং নিহত সেনাদের মরদেহ ফেরত দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *