নুরুল হক নুরের ওপর হামলা তদন্তে গঠন করা হয়েছে কমিশন

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা এবং গুরুতর আঘাতের ঘটনা তদন্তের জন্য সরকার একটি তিন সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিশন গঠন সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

কমিশনের সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আলী রেজা। কমিশনকে এক মাস বা ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

কমিশনে সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। কমিশন কর্তৃপক্ষ ২৯ আগস্ট নুরুল হক নুরের ওপর হামলার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে।

এছাড়া, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে সে বিষয়েও সুপারিশ করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিশনকে পূর্ণ সহায়তা প্রদান করবে এবং প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, কমিশন প্রয়োজন মনে করলে প্রজাতন্ত্রের কর্মীদের সহায়তার জন্য দায়িত্ব প্রদান করতে পারবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ২ সেপ্টেম্বর কমিশন গঠনের বিষয়টি জানান।

গত ২৯ আগস্ট রাতে নুরুল হক নুর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হামলার শিকার হন। তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং নাকের হাড় ভেঙে যায়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তাকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *