জামায়াতে ইসলামীকে ১৯৭১ সালের ভুলের জন্য ক্ষমা চেয়ে নির্বাচন অংশগ্রহণের আহ্বান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচন প্রতিহত করতে রাস্তায় নামলে তারা নিজেদের ভুলকে দ্বিগুণ করবেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শামসুজ্জামান দুদু বলেন, “১৯৭১-এ যে ভুল করেছিলেন, সেটি শুধরে নেওয়ার এখনো সময় আছে। ক্ষমা চান এবং নির্বাচনে অংশ নিন। এর মাধ্যমে অতীতের ভুলগুলো কিছুটা হলেও পুষিয়ে যাবে। তবে যদি নির্বাচন প্রতিহত করতে রাস্তায় নামেন, তাহলে সেই ভুল আরো বড় হবে।”
তিনি আরও বলেন, “একসময় আন্দোলনের স্বার্থে বিএনপি জামায়াতে ইসলামীকে পাশে দাঁড়িয়েছিল, গণতান্ত্রিক লড়াইয়ের জন্য সহায়তা করেছে। বিএনপি তখন ক্ষতিগ্রস্ত হলেও জাতীয় স্বার্থে তাদের পাশে ছিল। যদি তারা এই সমর্থন মনে রাখে, তবে সেটিই দেশের জন্য মঙ্গলজনক হবে।”
বিএনপির শিকড় দেশের সর্বস্তরে বিস্তৃত রয়েছে দাবি করে শামসুজ্জামান দুদু বলেন, “এখন যেখানে ১০ জন আছেন, সেখানে ৬-৭ জন বিএনপির সমর্থক। আওয়ামী লীগ হেরে গেছে, বিএনপি যদি উঠে দাঁড়ায়, তাদের আর কোনো বাধা নেই। পুলিশ বা মিলিটারি প্রয়োজন হবে না—জনগণ নিজেই দেশ রক্ষা করতে সক্ষম হবে।”
এছাড়া, তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, ড. ইউনূসের নেতৃত্বে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব। বিএনপি শুরু থেকেই এই নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন দিয়ে আসছে। কিন্তু কিছু পক্ষ নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করছে, যা দেশের জন্য ক্ষতিকর হতে পারে।”
শেখ মুজিবুর রহমানের শাসন আমলের কথা তুলে ধরে তিনি বলেন, “স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে জাতি যে প্রত্যাশা করেছিল, তা পূরণ হয়নি। তাঁর শাসনে ৪০ হাজার বিরোধী দলীয় নেতা নিহত হয়েছেন, দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ মারা গেছে। স্বাধীনতা সংগ্রামে শহীদ হওয়া মানুষদের জন্য তারা কীভাবে নিগৃহীত হয়েছিল, তা এই সময়ের যারা দেখেনি, তারা কেবল বই পড়ে বুঝতে পারবে না।”
আলোচনা সভায় বিএনপির উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারীসহ অনেকে উপস্থিত ছিলেন।