নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক করলেন ব্যারিস্টার মাহবু

নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র হতে দেওয়া হবে না, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে চাটখিল উপজেলা কামিল মাদরাসা প্রাঙ্গণে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার খোকন বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু মহল নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।”

তিনি আরও বলেন, “নির্বাচনই জনগণের প্রকৃত রায় প্রকাশের সুযোগ দেয়। যদি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে জনগণ তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করতে পারবে। তবে, যদি কেউ নির্বাচনকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

এ সময় চাটখিল উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যারিস্টার খোকন নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, যেকোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকতে এবং গণতন্ত্র রক্ষার্থে একসঙ্গে কাজ করতে।

তিনি আরো বলেন, “বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সবসময় জনগণের পাশে থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *