নির্বাচন ঠেকাতে অপপ্রচারের পথ নিচ্ছে অশুভ শক্তি: শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ঠেকাতে একটি অশুভ শক্তি নানামুখী প্রচারণা চালাচ্ছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিম্যাব) আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, কিছু পক্ষ নির্বাচন প্রতিহত করতে নানা বয়ান ও কর্মসূচি সামনে আনছে, যার উদ্দেশ্য হচ্ছে নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা। দুদু তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা রাজনৈতিক কর্মসূচি জনগণের সামনে তুলে ধরুন, আমরা বাধা দেব না। কিন্তু নির্বাচন বন্ধ করা যাবে না। নির্বাচন বন্ধের চেষ্টায় অস্থিতিশীলতা তৈরি হবে, যার সুযোগ নেবে আধিপত্যবাদী শক্তি। তারা কখনো বাংলাদেশের মঙ্গল চায় না।”

শামসুজ্জামান দুদু আরও বলেন, ১৬ বছর ধরে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম চালিয়ে বিএনপির বহু নেতা-কর্মী প্রাণ দিয়েছেন। এখন সময় এসেছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার। আর এর একমাত্র পথ হলো নির্বাচন।

তিনি শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত গত তিনটি নির্বাচনকে ‘ভণ্ডামিপূর্ণ’ উল্লেখ করে বলেন, “যদি আমরা নির্বাচন বর্জন করি, তাহলে স্বৈরতন্ত্রের পক্ষে অবস্থান নেয়ার দায়ে আমরা চিহ্নিত হবো। বাংলাদেশে শহীদ জিয়া, বেগম জিয়া ও তারেক রহমানের নেতৃত্ব ছাড়া কোনো বিকল্প নেই।”

তিনি আশা প্রকাশ করে বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশের রাজনৈতিক অচলাবস্থা নিরসন হবে।

এ সময় সম্মেলনে সভাপতিত্ব করেন ডিম্যাব-এর আহ্বায়ক শহীদুল্লাহ সিদ্দিকী। আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মো. রহমতুল্লাহ, শামসুল হুদা ও মৎস্যজীবী দলের নেতা ইসমাইল হোসেন সিরাজী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *