বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন যে, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কিছু পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির মধ্যে ঐক্য থাকলেও, কিছু পক্ষ ঐক্য ভাঙার চেষ্টা করছে।
শুক্রবার সন্ধ্যায় আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ‘রাষ্ট্রীয় মদদে মানবতাবিরোধী অপরাধের কৌশল উন্মোচন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ এসব মন্তব্য করেন। সেমিনারটি আয়োজন করে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’।
সালাহউদ্দিন আহমদ বলেন, “গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে। কিন্তু এখন কিছু পক্ষ ঐক্য ভাঙার চেষ্টা করছে।” তিনি আরো বলেন, “নির্বাচনে ভোটাধিকার দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার, যার জন্য দেশের মানুষ ১৬ বছর সংগ্রাম করেছে এবং রক্ত দিয়েছে। এখন যখন সেই ভোটাধিকার প্রয়োগের সুযোগ তৈরি হয়েছে, তখন যেন কোনো বাধা সৃষ্টি না হয়।”
সেমিনারে অন্যান্য বক্তারা ছিলেন—ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হুমা খান, মানবাধিকারকর্মী সারা হোসেন, গুম কমিশনের সদস্য নূর খান লিটন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।
সেমিনারের প্রাঙ্গণে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়, যার মধ্যে ছিল “আয়নাঘর এর কুশীলবদের গ্রেপ্তার চাই”, “খুনির ঠিকানা সেনানিবাস”, “বিচারহীন রাষ্ট্র নিশ্বাস” এবং “প্রশ্ন একটাই—খুনি কেন আজও মুক্ত”। সেমিনারে একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়, যা বিশেষভাবে উপস্থিতদের দৃষ্টি আকর্ষণ করে।
এই সেমিনারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে গণতন্ত্র এবং মানবাধিকার প্রসঙ্গে আলোচনা সৃষ্টি করেছে।