নির্বাচনে আওয়ামী লীগকে আনতে ভারত আমাদের চেপে ধরতে চায়: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ

সাবেক সফল স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ভারত সব সময় বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বললেও বাস্তবে আমাদের প্রতি তাদের আচরণ কখনোই সদয় ছিল না। তারা আমাদের মূল্যবোধের প্রতি শ্রদ্ধা দেখায়নি। বরং বিভিন্ন সময় সমাজে চাপ সৃষ্টি করে নিজেদের পরিচিত বন্ধু আওয়ামী লীগকে নির্বাচনে আনতে তৎপরতা চালাচ্ছে।

শনিবার (১ নভেম্বর) সকালে পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল দুমকি উপজেলা শাখা আয়োজিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে’ মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগ দলীয়ভাবে নির্বাচনে অংশ নিতে পারবে না। তারা জাতীয় পার্টির সঙ্গে সমন্বয় করে বা স্বতন্ত্র প্রার্থীর ছদ্মবেশে নির্বাচনে আসতে পারে। জাতীয় পার্টি ৩০টি আসন রেখে বাকি আসনগুলো আওয়ামী লীগকে দিতে প্রস্তুতি নিচ্ছে। এ লক্ষ্যে প্রায় ৩৫ হাজার কোটি টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে। ভারতীয় ও বিদেশি শক্তি অত্যন্ত পরিকল্পিতভাবে অগ্রসর হচ্ছে। তাই বিএনপি ও দেশপ্রেমিক জনগণকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, বিদেশে পালিয়ে থাকা আওয়ামী নেতাদের বিপুল অর্থ রয়েছে। তারা প্রায় সাড়ে সাত কোটি ভোট কেনার প্রস্তুতি নিচ্ছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একাধিকবার সতর্ক করেছেন যে আসন্ন নির্বাচন হবে অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং। আওয়ামী লীগ যদি স্বাধীনভাবে কাজ করার সুযোগ না পায়, তাহলে তারা স্বতন্ত্র প্রার্থী দিয়ে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করবে।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, কিছু কিছু দল ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে, এমনকি ‘তাবলিগ’-এর নামে নারী সদস্যদের দিয়েও ভোট চাইতে নামানো হয়েছে, যা নৈতিকতার পরিপন্থী। ভোটের বিনিময়ে ‘বেহেশতের টিকিট’ বিক্রি করা হচ্ছে—এ ধরনের প্রবণতা রাষ্ট্রের জন্য বিপজ্জনক।

পটুয়াখালী-১ আসনের (মির্জাগঞ্জ, দুমকি ও সদর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলতাফ হোসেন চৌধুরী সাম্প্রতিক এক জরিপের তথ্য উল্লেখ করে বলেন, বিএনপি বর্তমানে ৫৫ থেকে ৬০ শতাংশ ভোটারের সমর্থনে এগিয়ে আছে। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আশ্বস্ত করে বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেক ভালো এবং তিনি আসন্ন নির্বাচনে অংশ নেবেন। এ ছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও শীঘ্রই দেশে ফিরবেন।

সভায় সভাপতিত্ব করেন দুমকি উপজেলা কৃষক দলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. জাহিদ খান ও সাবেক যুগ্ম আহ্বায়ক মো. গোলাম মর্তুজা। উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য মো. জসিম উদ্দিন হাওলাদার।

এ সময় বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা কৃষক দলের সদস্য সচিব তারিকুল ইসলাম ইভান, জেলা বিএনপি নেতা মাকসুদ আহমেদ বায়জিদ পান্না মিয়া, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, দুমকি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মতিউর রহমান দিপু, জেলা যুবদল নেতা সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি ও সাবেক সাধারণ সম্পাদক তৌফিক আলী খান কবির প্রমুখ।

বক্তারা রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে সকল স্তরে ঐক্য, ত্যাগ ও কর্মতৎপরতা বাড়ানোর আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *