নিউইয়র্কে বিমানবন্দরে এনসিপি নেতা আখতার হোসেনের ওপর হামলা, দলকর্মীর কঠোর প্রতিবাদ

নিউইয়র্ক: নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে; তাঁর ওপর ডিম ছোঁড়া হয় এবং গালিগালাজ করা হয়—এমন অভিযোগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক তাসনিম জারা। মঙ্গলবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে তাসনিম জারা এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ভদ্রতা হারানো মানে পরাজয় মেনে নেওয়া।

তাসনিম জারা বলেন, তারা ভেবেছিল ডিম ছুঁড়ে ও গালি দিয়ে আমাদের ছোট করে ফেলতে পারবে; কিন্তু গালি কখনো সত্যকে ঢাকি দিতে পারে না। তিনি আরো জানান, অপমানকে তারা রাজনীতি হিসেবে প্রয়োগ করতে পারে—তবে তাদের প্রতিযুক্তি হবে মর্যাদার রাজনীতি গড়া। তাঁর বিবৃতিতে উল্লেখ ছিল, মর্যাদা শুধু নেতাদের সম্মান নয়, প্রতিটি নাগরিকের সম্মান নিশ্চিত করাও—যেমন:

  • কোনো নাগরিক ঘুষ না দিলেও সরকারি অফিসে সম্মান পাবেন;
  • রোগী ভিআইপি না হলেও হাসপাতালে সেবা পাবেন;
  • রাজনীতিবিদরা সেবাকারী হিসেবে মানুষের পাশে দাঁড়াবেন;
  • কোনো নারী রাস্তায়, বাসে বা অনলাইনে হেনস্থার শিকার হবেন না;
  • ছাত্র মিছিলে গেলে গুলির শিকার হবেন না;
  • নাগরিকরা মন্ত্রি-এমপিদের সমালোচনা নির্বিঘ্নে করতে পারবেন।

তাসনিম জারা বলেন, তাঁদের রাজনীতির লক্ষ্য হলো ভয়ের মাধ্যমেই কাউকে দমন করা হবে না; ঘুষ বা অপমানের মাধ্যমে কাউকে চুপ করানো যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *