নিউইয়র্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে এনসিপি। এছাড়া, দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়, যা এনসিপি আরও বেশি তীব্রভাবে প্রতিবাদ করেছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে নিউইয়র্কে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে এনসিপি। দলের যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন এক ফেসবুক পোস্টে জানান, “রাজনীতিতে আসার পর থেকে আমরা নারীরা নানা ধরনের গালাগালি ও সাইবার বুলিংয়ের শিকার হয়েছি, কিন্তু আজকে যে ধরনের আক্রমণ হয়েছে, তা একেবারেই অগ্রহণযোগ্য।”
তাজনুভা আরও বলেন, “নিউইয়র্কে আখতারকে লক্ষ্য করে হামলা করা হয়েছে এবং জারাকে গালিগালাজ করা হয়েছে—এমন ঘটনা বাংলাদেশ সরকারের সফরসঙ্গী হিসেবে অত্যন্ত নিন্দনীয়।” তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারকে এর জবাব দিতে হবে। কেন তারা রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নিরাপত্তা দিতে পারল না?”
এ ঘটনায় সরকারকে দায়ী করে তাজনুভা জাবিন বলেন, “আখতার শুধু এনসিপির নেতা নয়, তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে জীবন্ত প্রতীক। সরকারকে তার নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করছি।”
এনসিপি নেত্রী আরও বলেন, “এটা শুধুমাত্র রাজনৈতিক দলের প্রতিনিধির নিরাপত্তা প্রশ্ন নয়, বরং নারীদের প্রতি সহিংসতা ও নিপীড়নের বিষয়ও। এই হামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারকে অবশ্যই এর দায় নিতে হবে।”
তিনি শেষপর্যন্ত বলেন, “এনসিপি রাজপথে এর প্রতিকার করবে। সরকারের সঙ্গে সফরকালে এমন হামলার শিকার হওয়া যে কত বড় লজ্জার বিষয়, তা আমি জানি।”