নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানালেন মোশাররফ হোসেন দীপ্তি

মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, ছাত্র–জনতা তাদের আত্মত্যাগের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন। এই গণ–অভ্যুত্থান আমাদের নতুন করে বাঁচতে শিখিয়েছে এবং বৈষম্যহীন একটি দেশ গড়ার প্রত্যয় জাগিয়েছে। তিনি আরও বলেন, আমরা একটি সবার জন্য সমান অধিকার সম্বলিত, ভেদাভেদহীন বাংলাদেশ চাই, যেখানে সবাই একে অপরের সাথে সুন্দর সম্পর্ক স্থাপন করবে। সেসময় তিনি বলেন, সেই বাংলাদেশ গড়ার জন্য আমাদের সুযোগ সৃষ্টি হবে।

গতকাল (বৃহস্পতিবার) শহীদ আবু সাঈদ উচ্চ বিদ্যালয়ে “জুলাই অভ্যুত্থান দিবস” উপলক্ষে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশরক্ষা তারেক মঞ্চের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে সাবেক কাউন্সিলর আব্দুস সাত্তার সেলিম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্য অতিথির বক্তব্য

প্রধান শিক্ষক মো. ওমর ফারুকের সভাপতিত্বে এবং শিক্ষিকা শ্রাবন্তী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মীর মো. জাহাঙ্গীর আলম। এছাড়া জামাল উদ্দিন, খালেদ সাইফুল্লাহ, মো. ইউনুস, মুনসুর আহমেদ মোহন, আব্দুল করিম শাহিন, শাহাদাত হোসেন, ঈমাম উদ্দিন তারেক, শামীম আহমেদ, মিজানুর রহমান রাজু, মহিন, মো. জাকির, সিরাজুল ইসলাম বাপ্পি, জহিরুল ইসলাম লিটন, মো. সোহেল, ইমতিয়াজ ইসলাম জেসিন এবং নুর উদ্দিন নাইমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *