চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইন্স এলাকায় গতকাল সকালে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি আয়োজন করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীরা। মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের হাতে একটি ব্যানার ছিল, যেখানে লেখা ছিল “শেখ হাসিনা ফিরবেই, বিজয় আসবেই”, এবং ব্যানারের নিচে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাম উল্লেখ ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এম এম আলী রোড থেকে শুরু হওয়া মিছিলটি দামপাড়া পুলিশ লাইন্স হয়ে দামপাড়া বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। সেখানে আগে থেকে একটি পুলিশ গাড়ি দাঁড়িয়ে ছিল। মিছিলকারীরা পুলিশ গাড়িটি দেখতে পেয়ে দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়।
এদিকে, ঝটিকা মিছিলটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, যাতে দেখা যায়, প্রায় ২০ থেকে ২৫ জন মিছিলকারী নানা স্লোগান দিতে থাকেন। উল্লেখ্য, যেখানটিতে মিছিলটি অনুষ্ঠিত হয়েছে, তা নগর পুলিশের খুলশী থানার আওতাধীন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন জানিয়েছেন, “মিছিলকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। আমরা কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছি, তাদের যাচাই-বাছাই করা হচ্ছে।”