ধামরাইয়ে শিল্প কারখানায় চলছে নীরব চাঁদাবাজি: বিএনপি নেতা তমিজউদ্দিনের কঠোর হুঁশিয়ারি


রাজধানী উপকণ্ঠের ধামরাইয়ে মিল কারখানায় চলছে নীরব চাঁদাবাজি। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারখানা কর্তৃপক্ষ। ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজউদ্দিন বলেন, ‘‘বিএনপি কোনো চাঁদাবাজের দল নয়’’ এবং যারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি সতর্ক করেছেন, ‘‘চাঁদাবাজদের পরিণাম হবে ভয়াবহ।’’

সম্প্রতি ধামরাই পৌরশহরের ভুলিভিটা এলাকায় স্নোটেক্স নিটওয়ার পোশাক কারখানায় একটি বিএনপি নেতার নাম ভাঙিয়ে মোটা অংকের চাঁদা দাবি করা হয়। এই ঘটনায় বিএনপি নেতা শিমুল বিশ্বাস এসে চাঁদাবাজদের বিরুদ্ধে সমাবেশ করেন এবং কঠোর হুঁশিয়ারি দেন।

এদিকে, অনেক মিল ফ্যাক্টরি কর্মকর্তা অভিযোগ করেছেন, চাঁদাবাজির কারণে তাদের কারখানা চালানো কঠিন হয়ে পড়েছে। তারা জানিয়েছেন, ‘‘এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না হলে আমরা এর বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা নিতে বাধ্য হবো।’’

ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ‘‘কোনো চাঁদাবাজ সন্ত্রাসীকে ক্ষমা করা হবে না। আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো।’’ তিনি সতর্ক করেন, ‘‘চাঁদাবাজি অব্যাহত থাকলে এর ফলাফল শুভ হবে না, বিশেষ করে জুলাই আন্দোলনের সার্থকতা বিনষ্ট হতে পারে।’’

এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলার প্রস্তুতি চলছে, এবং প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাটি কঠোরভাবে পর্যবেক্ষণ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *