দেশের ৬৬ শতাংশ মানুষের চোখে বিএনপিই এগিয়ে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবচেয়ে বেশি সংখ্যক আসনে জয়ী হবে বলে মনে করেন দেশের ৬৬ শতাংশ মানুষ। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমেকারস কনসাল্টিং লিমিটেডের এক জরিপে এই তথ্য উঠে এসেছে।

‘গুরুত্বপূর্ণ সামাজিক-রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ ২০২৫’ শিরোনামের এই জরিপে বলা হয়েছে, বিএনপির পরই জনগণের পছন্দের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী।

‘সুষ্ঠু নির্বাচন হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল সবচেয়ে বেশিসংখ্যক আসন পাবে’—এমন প্রশ্নে প্রায় ৬৬ শতাংশ মানুষ মনে করেন বিএনপি সবচেয়ে বেশি আসন জয়লাভ করবে।

প্রায় ২৬ শতাংশের ধারণা, জামায়াতে ইসলামী বেশি আসন পাবে। ৭ শতাংশের কিছু বেশি মানুষ আওয়ামী লীগের কথা বলেছেন। জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) বেছে নিয়েছেন শূন্য দশমিক ৮ শতাংশ। জাতীয় পার্টি (জাপা) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে মত দিয়েছেন মাত্র শূন্য দশমিক ১ শতাংশ করে অংশগ্রহণকারী।

জরিপে অংশগ্রহণকারী অর্ধেকের বেশি নাগরিকের মত, বিএনপি ক্ষমতায় এলে দেশের পরিস্থিতির উন্নতি হবে। পাশাপাশি প্রায় এক-তৃতীয়াংশ মনে করেন, জামায়াতে ইসলামী জিতলেও দেশ ভালোভাবে পরিচালিত হবে।

‘নির্বাচনে কোন দল জয়ী হলে দেশের জন্য সবচেয়ে উপকার হবে’—এমন প্রশ্নে প্রায় ৫৭ শতাংশ মানুষ বিএনপিকে সর্বোত্তম বলে মনে করেছেন। অন্যদিকে সাড়ে ৩২ শতাংশ মানুষ মনে করেছেন, জামায়াতে ইসলামী জয়ী হলে দেশের জন্য ভালো হবে। আওয়ামী লীগ জয়ী হলে দেশের ভালো হবে মনে করেন সাড়ে ৮ শতাংশ মানুষ। এনসিপি এবং অন্যান্য দলের পক্ষে মত দিয়েছেন এক শতাংশের কম মানুষ।

কিমেকারস কনসাল্টিং লিমিটেড এই জরিপটি পরিচালনা করেছে। এতে দেশের ৫টি নগর এবং ৫টি গ্রাম বা আধা-শহর এলাকার ১৮-৫৫ বছর বয়সী মোট ১ হাজার ৩৪২ জনকে অন্তর্ভুক্ত করা হয়। তথ্য সংগ্রহ করা হয় গত ২১ থেকে ২৮ অক্টোবর। জরিপকারী প্রতিষ্ঠান জানিয়েছে, জরিপের ফলাফলের মাত্রা ৯৯ শতাংশ নির্ভরযোগ্য। এখানে এমন মানুষদের অন্তর্ভুক্ত করা হয়েছে যারা অনলাইন অথবা ছাপা পত্রিকা পড়তে পারেন এবং যাদের আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *