দেশের জনগণ ধানের শীষের সমর্থনে শক্তিশালী অবস্থান গ্রহণ করেছে

চট্টগ্রামে বিজয় র‌্যালি পূর্ব এক বিশাল জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “আজকের সমাবেশ প্রমাণ করে দেশের জনগণ ধানের শীষের প্রতি সমর্থন জ্ঞাপন করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে আগ্রহী জনগণ।”

বুধবার (৬ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর প্রথম বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

সমাবেশ শেষে আমীর খসরুর নেতৃত্বে একটি বিজয় র‌্যালি নিউ মার্কেট মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় তিনি বলেন, “আমরা গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছি। গত ১৬ বছর ধরে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই চালিয়ে যাচ্ছি। আসন্ন নির্বাচনে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

এছাড়া তিনি বিএনপির শৃঙ্খলা রক্ষার বিষয়ে সতর্ক করে বলেন, “বিশৃঙ্খল কর্মীদের কোনো স্থান হবে না। আমরা চাই সুশৃঙ্খল ও সহনশীল রাজনীতি।”

মাহবুবের রহমান শামীম তার বক্তৃতায় বলেন, “শেখ হাসিনা গণহত্যাকারী, তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। জনগণের রায়ে তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হবেন।”

ডা. শাহাদাত হোসেন বিশেষ অতিথির বক্তৃতায় বলেন, “৫ আগস্ট শেখ হাসিনার পতনের দিন হিসেবে ইতিহাসে লেখা থাকবে, এবং বিএনপির নেতৃত্বে জনগণ ভোটের অধিকার ফিরে পাবে।”

ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, “তারেক রহমান নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। ঐক্যবদ্ধ থাকলে ধানের শীষই ক্ষমতায় আসবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *