ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) আজ আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, খুব শিগগিরই এই নির্বাচনী রোডম্যাপটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
আজ বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিব বৈঠক করে কর্মপরিকল্পনার চূড়ান্ত অনুমোদন দেন।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “কর্মপরিকল্পনার সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। অনুমোদন হয়েছে, এখন শুধু টাইপিং চলছে।”
এর আগে গত বৃহস্পতিবার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে নির্বাচন কমিশন কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়। সেদিন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, এই পরিকল্পনার বিস্তারিত বিষয়ে ইসি সচিব ব্রিফ করবেন।
১৮ আগস্ট, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছিলেন, “আমরা নির্বাচনী রোডম্যাপের ড্রাফট প্রস্তুত করেছি। এটি কমিশনে অনুমোদনের জন্য পেশ করা হবে।”