সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। রোববার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করিডোরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এর আগে, বাবর স্বরাষ্ট্র উপদেষ্টা (অব) লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে প্রায় ২ ঘণ্টা বৈঠক করেন। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নিরাপত্তা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বৈঠক শেষে বাবর বলেন, “এতদিন পর আল্লাহর কাছে শোকরিয়া জানাই, আমাকে নির্দোষ হিসেবে জেলখানা থেকে বের হওয়ার তওফিক দিয়েছেন।” তিনি আরও বলেন, “সম্প্রতি বিএনপি থেকে একটি টিম গঠন করা হয়েছে, যার মধ্যে আমি, সাবেক সিনিয়র সচিব কামরুজ্জামান এবং সাবেক অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমান রয়েছি।”
বাবর জানান, তারা কিছু বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, বিশেষ করে বর্তমান সরকার সম্পর্কে। তিনি বলেন, “শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছেন এবং সেখানে বসে এস আলম গ্রুপের সঙ্গে বৈঠক করেছেন, যা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ষড়যন্ত্রের অংশ হতে পারে।”
তিনি আরও বলেন, “এছাড়া, অবৈধ অস্ত্র এবং পুলিশের লুট হওয়া অস্ত্রের বিষয়েও আলোচনা হয়েছে।”
অপর এক প্রশ্নের জবাবে বাবর বলেন, “সরাসরি এএসআই নিয়োগের বিষয়ে কনস্টেবলদের মধ্যে উদ্বেগ রয়েছে, এবং সে বিষয়ে আমরা সরকারকে অবহিত করেছি।”
তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে প্রশ্ন করা হলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “তিনি শিগগিরই ফিরবেন, ইনশাআল্লাহ। দোয়া করেন।”
বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা (অব) লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, “এটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিল, তবে কিছু রাষ্ট্রীয় বিষয়ও আলোচনা হয়েছে, কিন্তু সেগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়।”
এভাবে, লুৎফুজ্জামান বাবরের বক্তব্যে তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে তার দৃঢ় বিশ্বাস এবং সরকারবিরোধী কিছু উদ্বেগ প্রকাশ করা হয়।