তারেক রহমানের মধ্যে কোনো হিংসা নেই: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমান চান সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে, তার মধ্যে কোনো হিংসা নেই।

শনিবার (২৫ অক্টোবর) জিয়া মঞ্চের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর পল্টনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়া যাতে মানসিক ও শারীরিকভাবে দাঁড়াতে না পারে, সেজন্য বিগত সরকার সব ধরনের অত্যাচার করেছে। খালেদা জিয়াকে কারাগারের মধ্যে পয়জনিং করেছে কিনা সেই প্রশ্ন উঠে। 

তিনি আরও বলেন, অনেক রাজনৈতিক দল জান্নাতে নিয়ে যাওয়ার কথা বলে ভোট চেয়ে প্রতারণা করছে। 

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শেখ হাসিনা ভারতের সহযোগিতায় দেশের মধ্যে নাশকতা করছে কিনা এটা সন্দেহ তৈরি হচ্ছে। তবে শেখ হাসিনার নির্দেশেই দেশে এত নাশকতা হচ্ছে।

তিনি বলেন, অনেকে গায়ের জোরে অনেক কিছু করার চেষ্টা চলছে, যা দোসরদের মতো আচরণ। মানুষ গায়ের জোর পছন্দ করে না, জনগণের রায় নিয়েই আইন প্রণয়ন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *