সব জল্পনা-কল্পনা শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই দেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ ডিসেম্বর তিনি লন্ডন থেকে দেশে আসবেন। ১৭ বছর পর তাঁর এই দেশে ফেরার ঘটনাকে অবিস্মরণীয় করে রাখতে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছে দলটি। নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে প্রাণচাঞ্চল্য।
শুধু ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীরা নন, তারেক রহমানকে স্বাগত জানাতে সারাদেশ থেকেই নেতাকর্মীরা রাজধানীতে আসবেন। শাহজালাল বিমানবন্দর এলাকায় সেদিন লাখ লাখ মানুষের জনস্রোত ঘটবে বলে মনে করছেন বিএনপির নেতারা। তারা জানান, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এতদিন নানান গুজব-গুঞ্জনে অনেক নেতাকর্মী আশাহত হয়ে পড়েছিলেন। তিনি আদৌ আসবেন কিনা, তা নিয়ে দ্বিধাবিভক্তি ছিল অনেকের মধ্যে। তবে দল থেকে তাঁর ফেরার ঘোষণায় নেতাকর্মীদের মধ্যে চাঙ্গাভাব ফিরে এসেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সমকালকে বলেন, ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরবেন, সেদিন থেকেই নির্বাচনের সবকিছু প্রতিষ্ঠা হয়ে যাবে। তিনি দেশে আসার মধ্য দিয়েই বিএনপির নির্বাচনের কাজ অর্ধেক শেষ হয়ে যাবে। তারেক রহমানের নিরাপত্তায় সরকারের পাশাপাশি দলীয়ভাবেও তারা উদ্যোগ নেবেন।
দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারেক রহমানের দেশে ফেরার জন্য এখনও প্রস্তুতি কমিটি গঠন হয়নি। তবে ভেতরে ভেতরে চলছে নানা রকম আয়োজন।
তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, তারেক রহমান এত বছর পরে আসবেন, তাই দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁকে স্বাগত জানাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন। একই সঙ্গে দলীয়ভাবে প্রস্তুতি নিতে চলছে আলাপ-আলোচনা।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবীন বলেন, সেদিন লাখ লাখ নেতাকর্মী ও সমর্থক তারেক রহমানকে স্বাগত জানাতে রাজধানীতে জড়ো হবেন। আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি।
এদিকে তারেক রহমানের দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ ঘোষণার পর থেকে একদিকে যেমন সামাজিক মাধ্যমে নেতাকর্মীরা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছেন, তেমনি ওই দিন ঢাকা আসার প্রস্তুতিও নিচ্ছেন বলে জানা গেছে। ওয়ান-ইলেভেনে একের পর এক মিথ্যা মামলায় কারাগারে যেতে হয়েছিল তারেক রহমানকে। পরে জামিনে মুক্তি নিয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকারের সময় চিকিৎসার জন্য স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডনে যান তিনি।
তারেক রহমান দেশে ফিরে কোথায় উঠবেন এবং কোথায় অফিস করবেন, তাও অনেকটা চূড়ান্ত। বিএনপির দায়িত্বশীল একজন নেতা বলেন, তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরে আগে গুলশানে মায়ের বাসভবন ফিরোজায় উঠতে পারেন।