বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘অতি শিগগিরই’ দেশে ফিরে আসবেন। তবে, তিনি তারেক রহমানের ফেরার সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করেননি। সালাহউদ্দিন আশা প্রকাশ করেন, তারেক রহমান দেশে ফিরে এলে দলের ভোটের প্রচারণার অর্ধেকই হয়ে যাবে। তিনি বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে।
রোববার (৮ সেপ্টেম্বর) ঢাকায় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের আলোচনা সভায় অংশ নিয়ে সালাহউদ্দিন বলেন, “বাংলাদেশে নির্বাচন ঘিরে এখন নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়েছে। অতি শিগগিরই আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। সেদিন বাংলাদেশের নির্বাচনের সব কিছু প্রতিষ্ঠিত হয়ে যাবে, ইনশাআল্লাহ।”
তিনি আরো বলেন, “তখনই আমাদের নির্বাচনী প্রচারণা সুষ্ঠুভাবে শুরু হবে এবং সেটি নির্বাচনের অর্ধেক প্রচারণা হয়ে যাবে। তার প্রত্যাবর্তন হবে এক ঐতিহাসিক ঘটনা, যা স্মরণীয় হয়ে থাকবে।”
নির্বাচন প্রসঙ্গে, সালাহউদ্দিন বলেছেন, যারা নির্বাচনের পথে বাধা সৃষ্টি করতে চায় বা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন, তাদের জন্য একটি সতর্কবার্তা রয়েছে। তিনি বলেন, “ভালো রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠিত না হলে অপসংস্কৃতি, অপরাজনীতি ও ফ্যাসিস্ট রাজনীতি কোনো দিন বাংলাদেশে সফল হবে না।”
এছাড়া, আওয়ামী লীগের মিছিল নিষেধাজ্ঞা ও তাদের রাজনৈতিক অবস্থা নিয়ে বক্তব্য রেখে তিনি বলেন, “আজকে দেখলাম, আওয়ামী লীগের মিছিলের অবস্থা খুব খারাপ। তারা কোথাও ‘জয়’ বলছে, কোথাও ‘বাংলা’। এই অবস্থা থেকে মুক্তি পেতে আমাদের একটি সুস্থ গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।”
আলোচনা শেষে, সালাহউদ্দিন নির্বাচন সংশ্লিষ্ট ‘আরপিও’ আইন সংস্কারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, “নতুন আইনের মাধ্যমে যদি রাজনৈতিক দলগুলোকে বাধ্য করা হয়, তবে ছোট দলগুলো তাদের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না। এটা তাদের জন্য একটি বড় প্রতিবন্ধকতা হবে।”
তিনি বিএনপির পক্ষ থেকে বলেছিলেন, “এ ধরনের অমূল সংস্কার আইনগত জটিলতা সৃষ্টি করতে পারে, তাই সংবিধান সংশোধনসহ যে কোনো পদক্ষেপ সঠিকভাবে গ্রহণ করতে হবে।”