তরুণ নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে, দাবি মির্জা ফখরুলের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যদি বিএনপি সরকার গঠন করে, তবে প্রধানমন্ত্রীর পদে থাকবেন তারেক রহমান। রবিবার (৩১ আগস্ট) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, বিএনপির প্রস্তাবিত ৩১ দফা দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করবে এবং দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোকে পরিবর্তন করতে সক্ষম হবে।

এছাড়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন নির্বাচন প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি করে বাংলাদেশকে গণতন্ত্র থেকে দূরে সরিয়ে রাখার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, ভারতও আ. লীগকে ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত করার অপচেষ্টা চালাচ্ছে।

অন্যদিকে, স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, জাতীয়তাবাদী পতাকাই ছিল জাতিকে ঐক্যবদ্ধ করার একমাত্র উপায়। তিনি দাবি করেন, বিএনপি সরকার গঠন করলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিপ্লব ঘটানো সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *