ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনে শিবিরের গোপন সদস্যরা সক্রিয়: নাছির

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ছাত্রদল নেতা নাছির।

তিনি বলেন, “ঢাবিতে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে বা গোপন সংগঠনের সদস্যরা উপাচার্যের সঙ্গে অশোভন আচরণ করছে, যা নিয়ে ছাত্রদল চরম উদ্বিগ্ন।”

ডাকসু নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাছির বলেন, “বিভিন্ন ধরনের হেনস্তা ও আক্রমণের শিকার হয়েও ছাত্রদল ডাকসু নির্বাচন এগিয়ে নিতে চায়।”

এছাড়া, ছাত্রদল সাধারণ সম্পাদক আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিগগিরই ছাত্র রাজনীতির ধরন নির্ধারণে একটি কমিটি গঠন করা হবে। উপাচার্যও স্বীকার করেছেন যে, ক্যাম্পাসে মব সহ বিভিন্ন সমস্যার পেছনে গুপ্ত রাজনীতি জড়িত।”

তিনি বলেন, “গুপ্ত রাজনীতি মোকাবিলা করতে গেলে অনলাইনে শিক্ষকদের উপর আক্রমণ করা হয়।”

এদিকে, ছাত্রলীগের প্রতিটি স্তরের কমিটির সদস্যদের বিচারের আওতায় আনার দাবিতে ২৩টি ছাত্র সংগঠনের প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশ্বাস দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *