ঢাকায় বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ সমাবেশ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এ কর্মসূচিতে তাঁর ছবিতে জুতা নিক্ষেপ ও কুশপুত্তলিকা দাহ করা হয়।

শতাধিক নেতা–কর্মী অংশ নেওয়া এই কর্মসূচিতে অভিযোগ করা হয়, ফজলুর রহমান পাঁচ আগস্টের শক্তিকে ‘কালো শক্তি’ এবং জুলাই গণ–অভ্যুত্থানের সংগঠকদের ‘রাজাকারের বাচ্চা’ বলেছেন। এ কারণেই তাঁরা প্রতিবাদ জানাচ্ছেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল—‘শেখ শেখ আর করিস না, দেশটার দিকে চাইয়া দে’, ‘আওয়ামী লীগের দালালদের হুঁশিয়ারি’, ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’ এবং ‘শোকজ না বহিষ্কার, বহিষ্কার বহিষ্কার’।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাসান ইনাম বলেন, এক বছরের মধ্যে আহতদের চিকিৎসা ও সংখ্যা নির্ধারণ, বিচার নিশ্চিতকরণ এবং গণমাধ্যম সংস্কারে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। এর দায় সরকারকে নিতে হবে। পাশাপাশি বিএনপিকে অবিলম্বে ফজলুর রহমানকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম বলেন, আওয়ামী লীগের ঘনিষ্ঠ কিছু ব্যক্তি বিএনপির ভেতরে থেকে জুলাই গণ–অভ্যুত্থানকে কলঙ্কিত করার চেষ্টা করছে। তাঁরা দেহে বিএনপিতে থাকলেও মানসিকভাবে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত।

সংগঠনের মুখপাত্র সিনথিয়া জাহিন বলেন, শুধু শোকজ নয়, ফজলুর রহমানকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় ছাত্র–জনতা আন্দোলনের মাধ্যমে বিএনপিকে বাধ্য করবে।

কর্মসূচিতে আরও বক্তব্য দেন কর্মসূচি বাস্তবায়ন সেলের সম্পাদক ফারিয়া রহমান, জুলাই আহত সংসদের মুখপাত্র কামরুল হাসান, কওমি ছাত্র আন্দোলনের মাকসুদুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিয়াম আল ফায়েজ ও জুলাইয়ে আহত মাসুদ রানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *