ডাকসু নির্বাচনে সিসিটিভি ফুটেজ গায়েবের অভিযোগ তুললেন ইসলামী ছাত্রশিবির প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সিসিটিভি ফুটেজ গায়েব করার অভিযোগ তুলেছেন ইসলামী ছাত্রশিবির প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই অভিযোগ করেন। পোস্টে তিনি স্বতন্ত্র প্রার্থী আনিকা তাহসিন হাফসার একটি পোস্ট উদ্ধৃত করে বলেন, নির্বাচনের শুরুতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়, কিন্তু বারবার সিসিটিভি ফুটেজ চেয়েও তারা তা দেয়নি। বরং, দলের নাটক মঞ্চায়ন ব্যর্থ হওয়ার পর দলীয় শিক্ষক ও কর্মকর্তাদের সহযোগিতায় সিসিটিভি ফুটেজ গায়েব করা হয়েছে।

হাফসা তার পোস্টে আরও বলেন, “ব্যালট পেপারে আগে থেকেই সাদিক কায়েম ও ফরহাদ ভাইয়ের ব্যালট দাগানোর ব্যাপারে যে অভিযোগ ছড়াচ্ছেন—আপনাকে আমি চিনি। আপনি যখন ১নং টেবিলে ভোট দিচ্ছিলেন, তার কিছুক্ষণ পর আমি ৩নং টেবিলে ভোট দেই। আমার সামনে দিয়ে আপনি বের হয়ে এসব প্রপাগাণ্ডা ছড়াচ্ছেন।”

তিনি আরও বলেন, “এক মুহূর্তের জন্য আমি নিজেও হতবাক ছিলাম যে, এটি সত্যি কি না। তাই প্রমাণ ছাড়া কোনো কিছুই আমি প্রচার করিনি। তবে, যদি রোকেয়া হলের ৪ হাজার ভোট প্রশ্নবিদ্ধ হয়, তাহলে আমি নিজেই এর বিরুদ্ধে শক্ত অবস্থান নিব।”

এ অভিযোগের পর পুরো নির্বাচনী প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *