জুলাই সনদের সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার দরকার: সালাহউদ্দিন আহমেদ

জুলাই সনদের সব সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকেই অঙ্গীকারবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঐকমত্য কমিশনের বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সাংবিধানিক কাঠামোর মধ্যেই। তবে এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যা নিয়ে সংবিধান প্রশ্নবিদ্ধ হতে পারে। এজন্য অন্তর্বর্তী সরকারকে সচেতন থাকতে আহ্বান জানিয়েছে বিএনপি।

সালাহউদ্দিন জানান, বৈঠকে ২৯টি রাজনৈতিক দলের কাছ থেকে লিখিত মতামত জমা পড়েছে। এসবের মধ্যে রয়েছে নির্বাহী আদেশ, অধ্যাদেশ এবং অফিস আদেশসহ ছয় ধরনের পরামর্শ। সংবিধান সংশোধনের বিষয়ে ১৯টি মৌলিক পয়েন্ট চিহ্নিত করা হয়েছে।

এর আগে সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত এক গোলটেবিল আলোচনাতেও অংশ নেন তিনি। সেখানে সালাহউদ্দিন বলেন, আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজন করাই দেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী কাজ এগোচ্ছে, তবে নির্বাচন সুষ্ঠু না হলে অন্তর্বর্তী সরকারের অন্য সব অর্জন ম্লান হয়ে যাবে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, শুধুমাত্র নির্বাচিত জাতীয় সংসদই সংবিধান সংশোধনের ক্ষমতা রাখে। অন্য কোনো পন্থায় গেলে বিষয়টি আদালতে চ্যালেঞ্জ হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *