জি এম কাদেরের বিরুদ্ধে রুহুল আমিন হাওলাদারের মন্তব্য: ‘একদিনও কারাগারে যাননি’

জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, জি এম কাদেরের বিরুদ্ধে তীব্র মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘‘জি এম কাদের একদিনও কারাগারে যাননি, বড় কোনো মিছিল-সমাবেশও করতে পারেননি।’’ হাওলাদার তার বক্তব্যে আরো বলেন, গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান তথা ‘জুলাই বিপ্লব’ এবং সাম্প্রতিক ডাকসু ও জাকসু নির্বাচনে প্রাপ্ত শিক্ষা রাজনৈতিক দলগুলোর জন্য গুরুত্বপূর্ণ।

শনিবার সকালে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, ‘‘রাজনীতিতে যদি দম্ভ, অহংকার, প্রতিহিংসা ও জিঘাংসার চর্চা থাকে, তবে পতন অনিবার্য।’’ তিনি আরো বলেন, ‘‘মানুষের মন জয় করতে হলে ভালোবাসা দিয়ে জয় করতে হবে। আস্থা ও বিশ্বাস অর্জনের জন্য সময়োপযোগী ও গঠনমূলক রাজনীতি প্রয়োজন।’’

হাওলাদার উল্লেখ করেন, ‘‘জাতীয় পার্টি সব নিয়ম মেনে সম্মেলন সম্পন্ন করেছে এবং এখন চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বেই লাঙ্গল প্রতীক থাকবে।’’

এ সময় আরও বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মাশরুর মাওলা, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির আহ্বায়ক শারফুদ্দিন আহমেদ শিপু, সদস্য সচিব মাসুক রহমান সহ অন্যান্য নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *