বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির কোনো জোট হচ্ছে না। তবে কয়েকটি ইসলামী দলের সঙ্গে আলোচনা চলছে। তিনি জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সে নিয়ে কোনো পক্ষেরই দ্বিধা নেই।
তিনি আরও বলেন, নির্বাচনে অংশগ্রহণে কারও না আসা সেই দলের নিজস্ব সিদ্ধান্ত—তবে তাতে তারাই ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচনে প্রার্থী বাছাইয়ে গুরুত্ব দেওয়া হবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রাখা এবং মেধাভিত্তিক রাজনীতি করা নেতাদের।