বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তাতে কোনো সমস্যা নেই, তবে নির্বাচনের আগে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। তাঁর দাবি, নির্বাচনটি এনসিওর মাধ্যমে আয়োজন করতে হবে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের এই নেতা এ তথ্য জানান। বৈঠকে হামিদুর রহমান আযাদের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির ও কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রহমান মূসা।
হামিদুর রহমান আযাদ বলেন, সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ বিষয়ে সিইসিকে সকল পক্ষের বক্তব্য আমলে নেওয়ার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন ও সন্ত্রাস-অনিয়ম বন্ধ করতে হলে পিআর পদ্ধতিতে ভোট করতে হবে, যা জনগণের জন্য কল্যাণকর হতে পারে। তিনি বলেন, পিআর পদ্ধতির নির্বাচন জনগণ চাইলেই গ্রহণ করা উচিত এবং জামায়াত এই দাবি নিয়ে মাঠে থাকবে এবং নির্বাচনের প্রস্তুতি নেবে।
এক প্রশ্নের জবাবে হামিদুর রহমান আযাদ বলেন, “আমরা সব সময় ফেয়ার ইলেকশনের পক্ষেই ছিলাম এবং এটি দেশের জন্য সহায়ক একটি পদ্ধতি মনে করি।” তিনি বলেন, জামায়াত সব নির্বাচনে অংশ নিয়েছে এবং তিনশ আসনে প্রার্থী দিয়ে জনগণের কাছে যাচ্ছে।
এছাড়া, গত রোববার বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে নির্বাচনী প্রস্তুতির অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়েছিল।