সম্প্রতি অনুষ্ঠিত ছাত্রসংসদ নির্বাচনের প্রভাব আগামী জাতীয় সংসদ নির্বাচনে পড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিশে শুরার অধিবেশনে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “ডাকসু এবং জাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির বিজয় লাভ করেছে। এই বিজয়ে অনেকেই অভিভূত হয়েছেন। এ নির্বাচনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনে ইনশা আল্লাহ পড়বে।”
তিনি আরও বলেন, “যারা আমাদের পছন্দ করেন এবং যারা আমাদের পছন্দ করেন, তাদের নিয়েই আমরা আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার আশা করি।”
জামায়াতের আমির উল্লেখ করেন, “আমাদের নেতৃবৃন্দ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের নানা ধরনের জেল-জুলুম, নির্যাতন ধৈর্যের সঙ্গে সহ্য করেছেন। অনেকেই জীবন দিয়েছেন। তাদের সেই ত্যাগের বিনিময়ে আজ আমরা মুক্ত পরিবেশে কাজ করার সুযোগ পেয়েছি। আমাদের কাজ হলো দায়িত্ব পালন করা, ফল দেওয়ার মালিক আল্লাহ তাআলা।”
তিনি আরও বলেন, “অতি উৎসাহিত হয়ে কৃতিত্ব জাহির করা যাবে না, বিনয়ী হতে হবে এবং জনগণের সেবক হতে হবে।”
ডা. শফিকুর রহমান ২০২৪ সালের আন্দোলনের পরবর্তী অর্জন নিয়ে বলেন, “অনেক আন্দোলন ও ত্যাগের বিনিময়ে ২০২৪ সালের ৫ আগস্ট আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের সকলের ত্যাগ ও কোরবানির বিনিময়ে আল্লাহ আমাদের এক মহান বিজয় দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতে সেই কোরবানির উপযুক্ত প্রতিদান দান করুন—এ দোয়াই করছি।”
এই দিনব্যাপী অধিবেশনটির সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। ‘রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচন ২০২৬’ শীর্ষক অধিবেশনে বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং দারসুল কোরআন পেশ করেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। অধিবেশনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম।