জাতীয় পার্টির (জেপি) বিরোধী অংশের নেতা আনিসুল ইসলাম মাহমুদ দলের কেন্দ্রীয় সম্মেলন ডেকেছেন। আগামী শনিবার ঢাকার গুলশান এলাকায় এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।
এদিকে, জি এম কাদেরের নেতৃত্বাধীন অংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী এই সম্মেলন এবং সম্মেলনের আয়োজন প্রক্রিয়াকে বেআইনি এবং গঠনতন্ত্রবিরোধী বলে উল্লেখ করেছেন। ৩০ জুলাই ঢাকার আদালত জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন, যা ১২ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে।
এ সময়ে দলের বিরোধী অংশ গঠনতন্ত্র অনুসরণ করে সম্মেলন আয়োজনের চেষ্টা করছে। আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার, ও মুজিবুল হক চুন্নু এই সম্মেলন আয়োজনের মূল পরিকল্পনাকারী।
প্রসঙ্গত, জাতীয় পার্টির দশম সম্মেলন ২৮ জুন হওয়ার কথা ছিল, তবে তা স্থগিত করে ১৬ জুন। তার বিরোধিতা করে বিরোধী অংশ সম্মেলন আয়োজনের ঘোষণা দেয় এবং আনিসুল ইসলাম মাহমুদ চেয়ারম্যান পদে প্রার্থী হন।
এদিকে, শামীম হায়দার পাটোয়ারী মন্তব্য করেছেন, যাদের জি এম কাদের বহিষ্কার করেছেন, তারা আদালতের আদেশ অনুযায়ী এখনও বহিষ্কৃত আছেন, তাই তাদের কোনো বৈধ অংশগ্রহণ হতে পারে না। তিনি এই সম্মেলন প্রক্রিয়াকে বেআইনি এবং গঠনতন্ত্রবিরোধী বলে দাবি করেন।
তিনি আরও বলেন, জাতীয় পার্টিতে ষড়যন্ত্র চলছে, তবে জি এম কাদেরের নেতৃত্বে দল তৃণমূল স্তরে একতাবদ্ধ এবং শক্তিশালী রয়েছে।