জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিএনপির

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর দাবি, একটি মহল নির্বাচন বানচাল করতে সক্রিয়ভাবে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘উগ্রবাদের’ অজুহাতে জাতিকে বিভক্ত করার চেষ্টা চলছে। এ পরিস্থিতিতে ১৯৭১ সালের মতোই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নাগরিক অধিকার রক্ষায় আন্দোলন গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব এবং তাঁর ঘোষিত ৩১ দফা কর্মসূচি—বিশেষ করে ‘রেইনবো বাংলাদেশ’ ধারণা—সব জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধভাবে পথচলার নির্দেশনা দেয়।

ময়মনসিংহে অনুষ্ঠিত জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন তিনি। এতে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অবদান গুরুত্বপূর্ণ। তিনি বলেন, স্বৈরতন্ত্রের পতনের জন্য সবাইকে নিয়ে একটি নিরাপদ ও সমঅধিকারের বাংলাদেশ গড়তে হবে। আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি সব জনগোষ্ঠীর সক্রিয় সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করে।

সমাবেশে সভাপতিত্ব করেন দলের সভাপতি মৃগেন হাগিদগে। আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বিজন কান্তি সরকার, আদিবাসী লেখক সঞ্জীব দ্রং, বীর মুক্তিযোদ্ধা প্রমোদ চন্দ্র বর্মন ও বিপুল হাজং। এতে সমতল অঞ্চলের ১২টি জেলার ৩৪টি ভাষাভাষী জাতিগোষ্ঠীর প্রতিনিধি অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *