জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলমের কঠোর সমালোচনা: ‘জাতীয় পার্টি ও আওয়ামী লীগ চোরে চোরে মাসতুতো ভাই’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘‘আমরা শুনেছি, আওয়ামী লীগের যেসব নেতা ভালো ছিলেন, তাদের এবারের নির্বাচনে জাতীয় পার্টি মনোনয়ন দেবে। তবে সবচেয়ে বড় কথা হলো, চোরে চোরে মাসতুতো ভাই। এই রিফাইন্ড আওয়ামী লীগের যে গল্প জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান দিচ্ছেন, তা আসলে ভারতের দেওয়া একটি আইডিয়া, যা অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে বাস্তবায়ন হতে পারে না।’’

আজ শনিবার পঞ্চগড়ের শেরেবাংলা পার্ক-সংলগ্ন জেলা কুলি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে কুলী শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সারজিস আলম সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘‘বাংলাদেশে যারা ২০০৯ সালে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, শাপলায় আলেম ভাইদের ওপর নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে এবং ২৪ শে জানুয়ারি হাজারের বেশি ছাত্র-জনতাকে হত্যা করেছে, তাদের কখনোই রাজনীতি করার অধিকার নেই।’’

এনসিপির এই নেতা আরও বলেন, ‘‘যেভাবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তেমনি জাতীয় পার্টির কার্যক্রমও নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের অবৈধ নির্বাচনের বৈধতা দেওয়ার চেষ্টা করা জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে নিষিদ্ধ হতে পারে।’’

সারজিস আলম জাতীয় পার্টির নেতা মোস্তাফিজার রহমান এবং তাঁর দলের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে বলেন, ‘‘তাদের সাহস কীভাবে হয় গণ অধিকার পরিষদের মতো একটি দলের নিষিদ্ধ হওয়া নিয়ে কথা বলার? গণ অধিকার পরিষদের নেত্রী নুর ভাইয়ের সঙ্গে আমাদের অনেক দ্বিমত থাকতে পারে, তবে শেখ হাসিনার শাসনামলে ছাত্রলীগ-আওয়ামী লীগ-যুবলীগের গুণ্ডাদের হাতে তাঁর রক্তাক্ত হওয়ার অভিজ্ঞতা রয়েছে।’’

তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, ‘‘আপনারা এসব ফ্যাসিস্টদের দোসরদের প্রতি নমনীয় আচরণ দেখিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি করছেন। আপনারা শুধু সরকারের দায়িত্ব পালন করতে আসেননি, বরং অনেক মানুষের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় এসেছেন। আপনাদের কাজ হলো, অপরাধীকে শাস্তির মুখে দাঁড় করানো, না হলে তাঁদের বিচারিক প্রক্রিয়ায় আনা।’’

এভাবে তিনি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ উভয়ের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন, দাবি করেছেন যে, তাদের কার্যক্রম চিরতরে নিষিদ্ধ করা উচিত এবং বাংলাদেশে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *