বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, কিছু রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু তা সফল হবে না। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে লন্ডনে বৈঠকে সরকারপ্রধান প্রতিশ্রুতি দিয়েছেন যে, আগামী রোজার আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে, আর এটি কোনোভাবেই থামানো যাবে না।
সোমবার (১ সেপ্টেম্বর) বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।
জয়নুল আবেদীন আরও বলেন, বাংলাদেশের জনগণ ভোট দিতে চায় এবং তারা সেই সুযোগ পাবেন ফেব্রুয়ারিতে, যা প্রতিহত করা সম্ভব হবে না। তিনি দেশবাসীকে ভোটের মাধ্যমে দেশের ভাগ্য বদলানোর আহ্বান জানান।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন স্থানীয় নেতা-কর্মীরা। সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিশাল র্যালি বের করেন।
এ সময় বেলুন, ফেস্টুন এবং কবুতর উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন জয়নুল আবেদীন।