ছবি বিকৃতির’ প্রতিবাদে মামলা করলেন ঢাবি শিক্ষিকা মোনামি

শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা *শেহরীন আমিন ভুইয়া (মোনামি)*-র বিরুদ্ধে অনলাইনে তার ছবি বিকৃত ও অশালীনভাবে প্রচারের অভিযোগে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করা হয়েছে। আজ সকালে মামলা দায়ের করেন শেহরীন আমিন নিজে; দায়েরকালে ডাকসুর সদস্য উপস্থিত ছিলেন।

এ ঘটনায় ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক মো. জাকারিয়া সামাজিক মাধ্যমে নিশ্চিত করে জানান, মামলাটি করা হয়েছে তাদের সার্বিক সহযোগিতায়। তিনি বলেন, শেহরীন আমিন ম্যামের ছবি এডিট করে ফেসবুকে পোস্ট করা—অশালীন মন্তব্য করা—ও পোস্ট শেয়ার করার মতো অপরাধে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জাকারিয়া আরও জানান, মামলা গ্রহণের পর অধিকতর তদন্তের জন্য এটি ডিবির (ডিজিটাল ক্রাইম ইউনিট) সাইবার ইউনিটে পাঠানো হয়েছে। তিনি বলেন, ডিবি সাইবার ইউনিয়ন তাদের আশ্বস্ত করেছে—ভবিষ্যতে কোনো শিক্ষক বা শিক্ষার্থী ছবি/ভিডিও বিকৃতি ও সাইবার বুলিংয়ের শিকার হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন ডাকসুর কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম ঝুমা। দলীয় শীর্ষস্থ সূত্রে জানা গেছে, মামলাটি দ্রুত বিচার ও অনুধাবন বৃদ্ধির উদ্দেশ্যে ডিবি-র কাছে হস্তান্তর করা হয়েছে।

কর্মকর্তারা পুলিশি ও ডিজিটাল তদন্তের মাধ্যমে যারা ব্যক্তিগতভাবে ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে তাদের শনাক্ত ও শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *