চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতি বন্ধ করতে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, দেশ একদলীয় শাসন থেকে মুক্তি পেয়েছে এবং নতুন কোনো জিম্মিদশায় বন্দি হতে চায় না। তিনি আরও বলেন, চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতি বন্ধ করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প নেই।

শুক্রবার সকালে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের আয়োজনে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনটি রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাজনীতি, অর্থনীতি ও রাষ্ট্রীয় ব্যবস্থায় কুরআন-সুন্নাহর বিধান কার্যকর করতে পারলে দেশেই প্রতিষ্ঠিত হবে শান্তি, শৃঙ্খলা ও সমৃদ্ধি। জামায়াতে ইসলামী এই লক্ষ্য বাস্তবায়নে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।

এছাড়া, আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং অধিকার আদায়ের আন্দোলন চলবে। তিনি বলেন, দেশের সাধারণ মানুষ পিআর পদ্ধতির প্রয়োজনীয়তা বুঝতে পারলেও কিছু রাজনৈতিক দল এটি মানতে চাইছে না, যা পুরনো রাজনীতি চালিয়ে যাওয়ার ইঙ্গিত দেয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের আমির ড. মাওলানা কেরামত আলী, এবং সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোয়ার্দার, অধ্যাপক রফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *