চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশ বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা খোরশেদ আলমকে গ্রেফতার করেছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) ভোররাতে তাকে গ্রেফতার করা হয়।
এই বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আজ সকালে আওয়ামী লীগ নেতা খোরশেদ আলমকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে কোতোয়ালী থানা হেফাজতে রাখা হয়েছে।”