বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “জাতীয় সংসদে আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের বলেছিলেন, তাদের ক্ষমতা হারানোর পর এক লাখ লোক মারা যাবে, আর তোফায়েল আহমেদ বলেছিলেন, দুই লাখ লোক মারা যাবে। কিন্তু তাদের ক্ষমতা হারানোর পর কিছুই হয়নি। বিএনপি কখনো হত্যার রাজনীতি করে না।”
তিনি এই মন্তব্য করেন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের মান্দাইল এলাকায় শ্রী শ্রী মা রক্ষা কালীমন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে।
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, “গত ১৬ বছরে কেরানীগঞ্জে দেখেছি, ইউএনও অফিসে এক কোটি টাকা অনুদান আসলে সেখানে ৫০ লাখ টাকা চুরি হয়ে যেত। সরকারি মালামাল আসলে অর্ধেক বিক্রি করে দিতো আর বাকি অর্ধেক নিজেদের মধ্যে ভাগাভাগি করতো। অথচ আমরা প্রতিটি রমজানে ইফতার সামগ্রী বিতরণ করেছি, ঈদে সেমাই, দুধ, চিনিসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছি। আমরা কখনো মানুষের টাকা-পয়সা কেড়ে নেইনি।”
এছাড়া, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায়, সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু প্রমুখ।