“কেউ যেন বলতে না পারে, আমরা আওয়ামী লীগের মতো জোর করে ক্ষমতা দখল করেছি”: মির্জা ফখরুল

নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের গুরুত্ব তুলে ধরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, “কেউ যেন আঙুল তুলে না বলতে পারে যে, আমরা আওয়ামী লীগের মতো জোর করে ক্ষমতা দখল করেছি।” তিনি আরও বলেন, “আমাদের দায়িত্ব হলো একটি সম্পূর্ণ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা, এবং এজন্য আমাদের কাজ করতে হবে।”

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত যুব সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিএনপির মহাসচিব সম্মেলনে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “এটা খুবই গুরুত্বপূর্ণ বার্তা। কারণ, আমরা একটি বড় দল, আওয়ামী লীগ এখন নেই, তবে আমাদেরই এই কাজটি করতে হবে।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, “রাজনৈতিক বিতর্কে না গিয়ে, আমরা জানি তার প্রজ্ঞাময় রাজনীতির কারণে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনটি নির্ধারণ করা হয়েছে। তার কাজটা তিনি করেছেন, এখন আমাদের কাজ হচ্ছে নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা।”

বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “স্বাধীনতার ৫২ বছর পরেও আমাদের দেশে গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠা ঘটেনি। জিয়াউর রহমানের কিছু বছরের শাসনকাল ছাড়া আমাদের দেশে গণতন্ত্র কার্যত ছিল না।”

১৫ বছরের আন্দোলনের অভিজ্ঞতা শেয়ার করে বিএনপির মহাসচিব বলেন, “আমরা জেল-জুলুম, কারাবাস সহ্য করেছি। নেত্রী বেগম খালেদা জিয়া ছয় বছর কারাবন্দী ছিলেন, তারেক রহমান নির্বাসনে আছেন, প্রতিটি পরিবারই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।”

লন্ডন থেকে ভার্চুয়ালি যুব সম্মেলনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন, ছাত্রবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজসহ অন্য নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *