জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে কক্সবাজার সফর করা দলের পাঁচ শীর্ষ নেতার বিরুদ্ধে দায়ের করা কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কোনো প্রমাণ না পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। উল্লেখ করা হয়, ৬ আগস্ট নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ ও খালেদ সাইফুল্লাহকে পাঁচটি আলাদা নোটিশ দেওয়া হয়েছিল। পরে তারা নোটিশের জবাব দেয়। দলীয় শৃঙ্খলা ব্যাহত না হওয়ায় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে নোটিশগুলো প্রত্যাহার করা হয় এবং বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি করা হয়েছে।
এর আগে ৫ আগস্ট ঐ পাঁচ নেতা কক্সবাজার সফরে যান, যা নিয়ে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সৃষ্টি হয়। দলীয় পর্ষদকে আগে অবগত না করায় ৬ আগস্ট তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দানের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় নোটিশ বাতিল করা হলো।