বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জনগণের আস্থা অর্জন করতে হলে দলের নেতা ও কর্মীদের একত্রিত হয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, “এখন আর অন্যদের দোষ-ত্রুটি ধরা যাবে না। যারা ভুল করেছেন, তাদের অবশ্যই জনগণের কাছে ক্ষমা চেয়ে বলতে হবে, ‘ভুল হয়েছে, দয়া করে মাফ করে দিন, ভবিষ্যতে এমন ভুল আর হবে না।’”
আজ মঙ্গলবার দিনাজপুরের হিলি স্থলবন্দরের বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। বিএনপি নেতা হোসেন জনগণকে ভোট দেওয়ার সুযোগ না দেওয়ার কোনও ষড়যন্ত্র যাতে না হতে পারে, সে জন্য নেতা–কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।
তিনি বলেন, “২০২৬ সালের নির্বাচনী সময়সীমা আসছে। কেউ যাতে নির্বাচন প্রলম্বিত বা ভোট পিছিয়ে দেওয়ার সুযোগ না পায়, সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। আমাদের গ্রামে, পাড়ায়, বাড়ি বাড়ি গিয়ে জনগণের কাছে বোঝাতে হবে যে, তাদের ভোটের অধিকার যেন কেউ কেড়ে নিতে না পারে।”
জাহিদ হোসেন আরও বলেন, “আগামী নির্বাচনে দলের বিভিন্ন অঙ্গসংগঠন একত্রিত হয়ে কাজ করবে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সবাই একত্রে কাজ করবে, আমরা সবাই একসাথে ধানের শীষের জন্য কাজ করব। তখন আমাদের আচার-আচরণ, কথাবার্তা, এবং ব্যবহারে এমন কিছু হতে হবে, যাতে জনগণের বিশ্বাস অর্জন করা যায়।”
মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি শাহিনুর ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহমেদ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হকসহ স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।