এনসিপির জাতীয় নির্বাহী কাউন্সিলে অন্তর্ভুক্ত হলেন ইমরান ইমন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জাতীয় নির্বাহী কাউন্সিলে অন্তর্ভুক্ত হয়েছেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন। একইসঙ্গে আরও দুইজনকে জাতীয় নির্বাহী কাউন্সিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরা হলেন এনসিপির বরিশাল ও ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক যথাক্রমে এডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন এবং আশিকিন আলম রাজন। সোমবার এনসিপির কেন্দ্রীয় সদস্য (দফতর) মোহাম্মদ উসামা সাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়, এনসিপির নির্বাহী কাউন্সিলে পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ আদেশ সোমবার থেকেই কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *