ইসি প্রকাশ করেছে সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের চূড়ান্ত গেজেট, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে পরিবর্তন

নির্বাচন কমিশন (ইসি) সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে। এই পরিবর্তিত নির্বাচনী সীমানার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংশোধন হয়েছে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে। পূর্বের সীমানার সাথে এবার যুক্ত করা হয়েছে বিজয়নগর উপজেলার দুইটি ইউনিয়ন— বুধন্তি এবং চান্দুরা।

বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা নতুন সীমানা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেন, নতুনভাবে অন্তর্ভুক্ত করা এলাকার কিছু অংশ আগে থেকেই ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের অংশ ছিল। তিনি উল্লেখ করেন, নবম জাতীয় নির্বাচনের আগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. শামসুল হুদা কমিশন নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করেছিল এবং সেগুলোই এখন আবার ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ফিরেছে, যা একটি ভালো সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, ভৌগলিক অবস্থান, ভোটার সংখ্যা এবং যাতায়াত ব্যবস্থার দিক থেকে ওই অঞ্চলগুলোর অন্য নির্বাচনী এলাকায় থাকা কোনো প্রয়োজন ছিল না, তাই ইসির পুনঃনির্ধারিত সীমানা যথার্থ।

তবে, ইসির প্রস্তাবনার বিরুদ্ধে একটি বিষয় রয়েছে। চূড়ান্ত গেজেটে বিজয়নগরের হরষপুর ইউনিয়ন অন্তর্ভুক্ত হয়নি, যা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল।

এছাড়া, সীমানা পুনঃনির্ধারণের প্রক্রিয়ায় গাজীপুরে একটি নতুন আসন যুক্ত হয়েছে, যা হলো গাজীপুর-৬। তবে, বাগেরহাটে একটি আসন কমানো হয়েছে, বাগেরহাট-৪ আসনটি বাদ পড়েছে এবং মোড়লগঞ্জ ও শরণখোলা উপজেলা বাগেরহাট-৩ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *