আ.লীগ ও তার সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের ৬ নেতা-কর্মী আটক

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার ডিএমপি সূত্রে জানানো হয়, রাজধানীর বিভিন্ন স্থানে চব্বিশ ঘণ্টার অভিযানে তাঁদের আটক করা হয়।

ডিএমপির উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

গ্রেপ্তারকৃতরা হলেন: গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ২ নম্বর পারুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু আওয়ামী সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম (৪৮), ঢাকার হাতিরঝিল থানার ৩৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক শেখ কবির উদ্দিন (৬৩), বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা যুবলীগের ভাইস চেয়ারম্যান মো. রাসেল হাওলাদার (৪৩), তেজগাঁও থানার ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হোসেন (২১), কেন্দ্রীয় ছাত্রলীগের ধর্মবিষয়ক উপসম্পাদক মনিরুজ্জামান (৩৮) এবং সাতক্ষীরা জেলার আশাশুনি থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. শাহনেওয়াজ (৪৭)।

ডিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়ারী থানার ফোল্ডার স্ট্রিট এলাকায় অভিযান চালিয়ে মো. শফিকুল ইসলামকে আটক করা হয়। একই দিন সন্ধ্যায় মগবাজার থেকে শেখ কবির উদ্দিনকে এবং রাত ১১টার দিকে হাতিরঝিল এলাকা থেকে মো. রাসেল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। এছাড়া, রাশেদুল হোসেন (বুলবুল) ও মনিরুজ্জামানকে যথাক্রমে রাত পৌনে ১২টার দিকে হাতিরঝিল এবং মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে উত্তরা ১৮ নম্বর সেক্টর থেকে শাহনেওয়াজকে আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *