আসন দিয়ে এনসিপিকে করায়ত্ত করা যাবে না : হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ স্পষ্টভাবে জানিয়েছেন, আসন বণ্টনের মাধ্যমে এনসিপিকে নিয়ন্ত্রণ বা কিনে নেওয়া যাবে না। তিনি বলেন, আসন ভাগাভাগির সমঝোতাভিত্তিক নির্বাচন আর রাতের ভোট—দুটোই একই রকম অনৈতিক প্রক্রিয়া, যা এনসিপি কখনও মেনে নেবে না।

শনিবার (১৬ আগস্ট) ‘জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “ধানমন্ডি ছেড়ে গুলশানে লাইন দিচ্ছেন সরকারি কর্মকর্তারা।” তিনি উল্লেখ করেন, এনসিপি এমন এক নির্বাচনী ব্যবস্থা চায়, যেখানে জনগণ হবে খেলোয়াড় আর প্রশাসন পালন করবে আম্পায়ারের দায়িত্ব—সত্যিকারের একটি ‘গেম চেঞ্জিং’ নির্বাচন।

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করে বলেন, গণঅভ্যুত্থানকে দমন করতে দেশের কিছু মিডিয়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে আন্দোলনের প্রথম সারির নেতাদের চরিত্র হননের চেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, “মিডিয়া দিয়েও চরিত্র হনন করে এনসিপিকে কেনা যাবে না।”

নিজের সততার বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, “দেশের কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি বা আমার নেতারা ১ টাকার দুর্নীতি করেছি, তাহলে আমি রাজনীতি থেকে অবিলম্বে সরে দাঁড়াব।”

নির্বাচনের সময়কাল নিয়ে দলটির আপত্তি নেই উল্লেখ করে তিনি বলেন, “নির্বাচন যখনই হোক, তা গণপরিষদভিত্তিক ও রুলস অব গেমস চেঞ্জের নির্বাচন হতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *