বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষ ইতোমধ্যে তারেক রহমানের স্বপ্নের সাথে নিজেদের দেখতে শুরু করেছে। তিনি জানান, তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী, ক্ষমতায় এলে প্রথম ১৮ মাসে এক কোটি নতুন চাকরি সৃষ্টি করা হবে।
সোমবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
আমির খসরু বলেন, দেশের মানুষের কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও শিক্ষার উন্নয়নে বিএনপি ইতোমধ্যে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি দাবি করেন, বিএনপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হবে এবং শিক্ষা ও দক্ষতায় ব্যাপক বিনিয়োগ করা হবে।
বিএনপির এই নেতা আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু নির্বাচন প্রয়োজন এবং জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা নিশ্চিত করবে।
এরপর সমাবেশে আমির খসরুর নেতৃত্বে একটি মিছিল বের হয়, যা চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ অন্যান্য নেতা-নেত্রীরা।